দেওভোগ ব্যাপারী পাড়া থেকে বিপুল পরিমাণ মাদক সহ ৭ জন কে গ্রেফতার করে সদর থানা পুলিশ 

দৈনিক তালাশ ডটকম :নারায়ণগঞ্জ সদর থানার ব্যাপারী পাড়া থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ৭ জন পেশাদার মাদক কারবারি দের গ্রেফতার করেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি চৌকশ দল  থানা সুত্রে জানা গেছে যে ৫/০৫/২৩ মূলে অত্র থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা আসামি এবং মাদক দ্রব্য উদ্ধার জনিত বিশেষ অভিযান ডিউটি পরিচালনার জন্য এসআই মনিরুল ইসলাম,এসআই খোকন,এএসআই উত্তম কুমার সুত্রধর ,এএসআই আশরাফুল হক ও কনস্টবল মোঃ কাবিউল মন্ডলপাড়া ব্রীজ এলাকায় অবস্থানকালে ৬/৫/২৩ তারিখ ০০.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে যে অত্র থানা এলাকার দেওভোগ বেপারী পাড়া এলাকার এজাজের বসত ঘরের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে উপস্থিত হয়েছে সেই সংবাদের সত্যতা নিশ্চিত করার জন্য বিষয়টি উদ্ধতর্ন কর্তৃপেক্ষের অনুমতিক্রমে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংগীয় ফোর্সসহ উক্ত স্থানে উপস্থিত হইলে মাদক ব্যবসায়ীগন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা কালে সংগীয় অফিসারদের সহায়তায় ৭জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ৭জন আসামিদের মধ্যে ১,নাঈম চৌধুরী (২৬,)পিতা জসিম চৌধুরী, সাং দেওভোগ বেপারী পাড়া, থানা ও জেলা নারায়ণগঞ্জ ২,জাহিদ (২৮,)পিতা মনির সাং দেওভোগ সোহাগের বাড়ির ভাড়াটিয়া, ৩,মোঃ ফারুক বেপারী (৩২,)পিতা ওহাব আলী সাং দৌলতপুর থানা পীরগন্ঞ্জ ঠাকুরগাঁও জেলা,৪,স্বপন( ৪০,) পিতা আবুল ড্রাইভার দেওভোগ কালা মিয়ার ভাড়াটিয়া ৫,মিলন (২৬) পিতা রফিকুল ইসলাম সাং মাইচপাড়া শ্রীনগর জেলা মুন্সিগঞ্জ বর্তমান জিলানির বাড়ির ভাড়াটিয়া( ৬,)হৃদয়(২৮) পিতা আনিস উদ্দিন বেপারী পাড়া হাবিবউল্লাহর ভাড়াটিয়া নাঃরাগ্ঞ্জ ভাসমান,( ৭)মোঃ সোহেল(২৮) পিতা দেলোয়ার সাং মাহমুদ নগর বন্দর বর্তমান বাবুরাইল পাখির বাড়ির ভাড়াটিয়া। উল্লেখিত আসামিদের দেহ তল্লাশী কালে স্থানিয় সাক্ষিদের সাক্ষরেখে মোঃ এজাজ চৌধুরী ও সাক্ষি মোঃ অমিত সামনে ১নং আসামি নাঈম চৌধুরীর ডান হাতে থাকা একটি কালো রঙের পলিথিন বস্তার ভিতরে নীল রঙের পলিথিন দ্বারা মোড়ানো হালকা হলুদ কালারের কসটেপ দিয়ে পেচানো ২কেজি গাজা ও তার পরনের লুঙ্গীর ডান কোচের সাদা রঙের পলিথিন জিপারে রাখা ৬০পিস ইয়াবা এবং ২নং আসামি জাহিদের পরনের প্যান্টের ডান পাশের পকেটের ভিতরে সাদা কাগজ দিয়ে মোড়ানো ছোট সাদা কাগজে স্টাপলার মারা ২৫ পুরিয়া হেরোইন আসামিগনদের নিজ নিজ হাতে বের করেন। এবং উদ্ধারকৃত মাদক জব্দ করিয়া ৭ জনকে গ্রেফতার করা হয়। উল্লেখিত ৩-৭নং আসামিরা ১নং ও ২নং আসামিদের মাদক বিক্রিতে সহযোগীতা করেন এবং নিজ নিজ এলাকায় মাদক কেনাবেচা করেন বলে জিগ্যেসা কালে জানিয়েছেন আটক আসামিরা তাদের অর্থিক লাভের জন্য দির্ঘ্যদিন যাবত মাদকের বানিজ্য করে আসছিলো বলে জানিয়েছেন। আসামিদের বিরুদ্ধে চলমান মাদক আইন অনুযায়ী মামলা দায়ের হয়েছে মামলা নং ৬/৫/২৩ এবং জিডি নং ২৫২ তাং০৫/০৫/২৩। আসামিদের থেকে উদ্ধারকৃত মাদক জব্দ মূলে বিগ্ঙ মহামান্য আদালতে তাদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সদর থানার এসআই মনিরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *