নিট ঐক্য ফোরাম প্যানেলের ২৩ প্রতিদ্বন্দী প্রার্থীর মনোনয়ন গ্রহণ

বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক পরিচালনা পর্ষদ নির্বাচনে (২০২৩-২০২৫)  নিট ঐক্য ফোরাম প্যানেলের ২৩ জন প্রতিদ্বন্দী মনোনয়ন পত্র গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৪ মে) সকালে এসোসিয়েশনের অফিস কার্যালয় হতে সেলিম সারোয়ার এর নেতৃত্বে নিট ঐক্য ফোরাম প্যানেলের ২৩ জন প্রতিদ্বন্দী প্রার্থী নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ হাতেম ও সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পুর কাছ থেকে মনোনয়ণপত্র গ্রহন করেন।
২৩ জন প্রার্থী হলেন সেলিম সারোয়ার, মোঃ আবুল বাশার, মোঃ কামাল হোসেন, রকিবুল হাসান রাকিব, মোঃ মিজানুর রহমান (মিজান), আবু বকর সিদ্দিক আবুল, নির্মল চন্দ্র রায়, মোঃ মজিবর রহমান, নুরুজ্জামান খাঁন, মোঃ রায়হান, মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী, মোঃ আবু জাফর হাওলাদার, মোঃ বশির আহমেদ, মোঃ মহসীন মৃধা, মোঃ আলী রেজা, মোঃ শফিকুর রহমান, আবু সাইদ, জাকির হোসাইন, মোঃ কোরাইশ মল্লিক, মোঃ মাসুম, মোঃ সাইদুর রহমান, মোঃ ইদ্রিস মিয়া ও মোঃ দুলাল হোসেন।উল্লেখ্য, গত ১৬ মার্চ ২০২৩ বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি-বার্ষিক নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ জুন ২০২৩ বৃহস্পতিবার এসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন এর দ্বি বার্ষিক নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন বোর্ডে চেয়ারম্যান- মোহাম্মদ হাতেম, সদস্য- মোঃ নাজমুল আলম ও ফারুক বিন ইউসুফ পাপ্পু এবং নির্বাচন আপীল বোর্ডে চেয়ারম্যান- মোঃ আমির হোসেন বাদশা মিয়া, সদস্য- আশিকুর রহমান ও সোহেল আক্তার সোহান এবং নির্বাচন বোর্ডের সচিব মোঃ সিরাজুল ইসলাম দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *