ঘাটাইল উপজেলা জামে মসজিদে তিনটি ঘড়িতে তিনটি ভিন্ন সময়

দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার জামে মসজিদে সোমবার, ২০ জানুয়ারি যোহরের নামাজের সময় তিনটি ঘড়িতে তিনটি ভিন্ন সময় পরিলক্ষিত হয়। মসজিদে স্থাপিত ওয়াক্ত নির্দেশক বোর্ডে সময় দেখানো হচ্ছিল ১টা ১৪ মিনিট, ইমাম সাহেবের মাথার উপর থাকা ঘড়িতে সময় ছিল ১টা ১৩ মিনিট, এবং ওয়াক্ত নির্দেশক বোর্ডের উপরে দেয়ালে স্থাপিত আরেকটি দেয়াল ঘড়িতে দেখা যাচ্ছিল ২টা ৩০ মিনিট।

এই অবস্থাটি মুসল্লিদের মধ্যে তীব্র বিভ্রান্তির সৃষ্টি করে এবং নামাজের সঠিক সময় নির্ধারণে অসুবিধা হয়। অনেকেই অভিযোগ করেছেন, এ ধরনের পরিস্থিতি শুধুমাত্র ধর্মীয় কর্মকাণ্ডের সঠিকতায় ব্যাঘাত ঘটায় না, এটি মসজিদ কমিটি ও স্থানীয় প্রশাসনের অদক্ষতাকে তুলে ধরে।

এ ধরনের সমস্যা মসজিদের পরিবেশ ও শৃঙ্খলার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্থানীয় মুসল্লিরা আশা করছেন, মসজিদ কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধান করবে। সঠিক সময় প্রদর্শনের জন্য ঘড়িগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং সমন্বয় অত্যন্ত জরুরি। উপজেলা প্রশাসন এবং মসজিদ কমিটির কাছ থেকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *