শিক্ষার্থীদের আত্মত্যাগের কারণে দেশের মানুষ স্বাধীন ভাবে কথা বলতে পারছে: গিয়াস উদ্দিন

দৈনিক তালাশ ডট কমঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা ও আমরা কৃতজ্ঞ তাদের কাছে।

বুধবার (১৪ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডে বিএনপির শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে, প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরশাসক এ দেশ থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও সাধারণ মানুষের মধ্যে উস্কানিমূলক কর্মকান্ড চালানোর চেষ্টা করছে৷ এদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। নারায়ণগঞ্জ শহরকে মাদক, চাঁদাবাজির হাত থেকে রক্ষা করতে হবে। আমি বিএনপি নেতাকর্মীদের বলব আপনারা অসহায় মানুষের পাশে দাঁড়ান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *