চাষাড়া রেলস্টেশনে আয়েশা ও রাজ্জাকের জমজমাট মাদক ব্যবসা

দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে বিভিন্ন ওয়ার্ডে মাদকের ভয়ানক পরিস্থিতি, বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যাকান্ড, থেমে নাই অপরাধীদের অপকর্মা। বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর নিরবতাকে কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠেছে এ সকল মাদক কারবারি’রা। ফতুল্লা থানাধীন চাষাড়া রেলস্টেশন এলাকায় আয়েশা ও রাজ্জাকের জমজমাট মাদক ব্যবসা ধরাছোঁয়ার বাহিরে মাদক ব্যবসায়ী’রা।

এক সময় এই মাদক স্পট চালাতো, সীমা ও মিন্টু বিক্রি করতো হেরোইন ও গাঁজার ওই স্পট নিয়ন্ত্রণ করত সম্রাজ্ঞীআয়েশা, তার ছেলে মিলন, ও রাজ্জাক, তাদের সাথে থাকা দেশি ও বিদেশি অস্ত্র দেখিয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা।

ঘনিষ্ঠ একটি সূত্র দৈনিক তালাশ ডটকম কে জানায় আয়েশা, মিলন, রাজ্জাক তাদের নামে হত্যাসহ একাধিক মাদক মামলা চলমান থাকার পরও থেমে নেই অপরাধ।

চাষাড়া রেলস্টেশন, নিউ চাষাড়া বস্তি, ইসদাইর বাজার পর্যন্ত মাদকের ভয়ানক পরিস্থিত হেরোইন, গাঁজা ও ইয়াবার, আয়েশা ও তার ছেলে মিলন মাদকে’র ডিলার বিভিন্ন এলাকায় সেন্ডিগেট তৈরি করে, হাতে তুলে দিচ্ছে মাদক।

বেশ কিছুদিন আগে তাদের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত, ম্যানেজার, মন্টু, সেলম্যান, আলী, শেল্টার দাতা ছিল রাজ্জাক বাহিনী, জামান ও শিমুল বাহিনী, মানিক বাহিনী, ও শামীম বাহিনী, এ সকল বাহিনীর নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে, রাসেল ও শামিম নামে দুই জনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসী রাজ্জাক বাহিনী।তার কিছু দিন পড়ে চানমারি মাউরা পট্টি একটি অটোর গেছে মানিক’কে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয়ে, আয়েশা ও তার ছেলে মিলন এ-র মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একের পর এক হত্যাকান্ড।

(পুরো ঘটনাটি এক’ই সূত্রে গাঁথা ?

শামিম হত্যা মামলা থেকে জামিন পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে রাজ্জাক, ফরিদ ও আলী, তারা নিজস্ব সন্ত্রাসী বাহিনী তৈরি করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা ম্যানেজার, নবী ওরফে মোশারফ।সেলসম্যান, রাজু ও পান্নু সহ বেশ কয়েকজন মাদক সেবনকারী দের দিয়ে চালিয়ে যাচ্ছে মাদক রাজ্জাক এর নেতৃত্বে চলছে মাদকের ওপেন স্পট বিক্রি করছে হেরোইন ও গাঁজা, ধরাছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ী, আয়েশা, মিলন, রাজ্জাক, ফরিদ, আলী, রায়হান, বাবুরচি সেলিম আলমদের মত সন্ত্রাসীরা।

এ রকম ভয়াল ছোবল থেকে যুব সমাজ, ও শহর বাঁচাতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের আশু হস্তক্ষেপ কামনা করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *