দৈনিক তালাশ ডটকমঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে বিএনপির অসংখ্য নেতাকর্মীর মতোন ঢাকায় উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের তিনবারের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম। এদিন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার ভেতর প্রবেশ করার চেষ্টা করেন তিনি। তবে নিরাপত্তাকর্মীরা তাকে প্রবেশে বাধা সৃষ্টি করলে তিনি বাহিরে দাঁড়িয়ে থাকেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রেজাউল করিমের প্রতিপক্ষরা হাস্যরসে মেতে উঠেছে। তবে এদিন নিরাপত্তা কথা চিন্তা করে রেজাউল করিমকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যায় নি। এসময় রেজাউল করিমের সঙ্গে আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করবেন তিনি। তার এই সফর ঘিরে দলের নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ তাকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসভবন ফিরোজার সামনে জড়ো হয়েছেন। তবে এদিন নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোন। রেজাউল করিম ১৯৯১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা ১৫ বছর এমপি ছিলেন। ২০০৩ সালের ২২ মে থেকে ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মো: রেজাউল করিম বলেন আমি ম্যাডাম এর সাথে দেখা করতে যেয়েছি এবং তার বাসভবনের ভিতর প্রবেশ করি যদি আমাকে ডুকতে না দেওয়া হতো তাইলে আমি প্রবেশ কিভাবে করলাম, অথচ কিছু কুচুক্রি মহল সেই ভিডিও কে কিছু সাংবাদিক দিয়ে নিউজ করিয়েছে যে আমাকে ডুকতে দেওয়া হয়নেই, সোনারগাঁ কে চাঁদাবাজি করে, কে ভূমিদস্যুতা করে সেটা সোনারগাঁবাসি জানে, আমি সাবেক মন্ত্রী ছিলাম, এম,পি ছিলাম দলকে ভালোবেসে এখনো রাজপথে আছি, তাই সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ যাচাই বাছাই করে নিউজ করবেন,আপনারা জাতির বিবেক আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন তথ্য সত্য না মিথ্যা।