দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উদ্যোগে কুতুবপুর ১ নং ওয়ার্ড মানুষের জন্যে শীত বস্র কম্বল বিতরন করা হয়।
সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল আতাউর রহমান মোল্লার নেতৃত্বে শীত বস্র অসহায় হত দরিদ্র মানুষের মধ্যে পৌছে দেয় ১ নং ওয়ার্ড ছাত্রদল ও যুবদল এর নেতৃবৃন্দরা।
আতাউর রহমান মোল্লা বলেন আমার নেতা নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির পক্ষ থেকে শীত বস্ত্র অসহায় মানুষদের ঘরে পৌঁছিয়ে দিয়েছি আমরা। মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং একে অপরের প্রতি দায়িত্ববোধের ভিত্তিতেই একটি সত্যিকারের মানবিক সমাজ গড়ে ওঠে। সমাজের বিত্তবানদের শীতার্ত, দরিদ্র এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। এতে শুধু শীতার্তদের কষ্ট লাঘব হবে না, বরং সমাজে সমতার ভিত্তি শক্তিশালী হবে।
এই সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আলামিন মোল্লা,ইউসুফ মোল্লা,শাকিল,ফয়সাল মোল্লা,সাকিব,শান্ত,ইয়াসিন, আসিফ ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি, মাশরাফি ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।