ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারী ইউনিয়নে’র নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: আলী হোসেন আলীর ঘড়ি প্রতীকের সম্মেলন

দৈনিক তালাশ ডটকমঃ দৈনিক তালাশ ডটকমঃ ময়মনসিংহ সদরের পরানগঞ্জ ইউনিয়নে মটরযান কর্মমচারী ইউনিয়নে ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে পরানগঞ্জের চালকদের নিয়ে নির্বাচনীয় জনসভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সকলের প্রিয় মুখ সাধারণ সম্পাদক প্রার্থী আলী হোসেন আলীর দেয়াল ঘড়ি প্রতীকের শ্রমিকদের সভায় জনসমুদ্র গনজোয়ার।

এ সময় চালক শ্রমিক ভোটারদের উপস্থিতি সমেবেত সভা যেন এক জনসমুদ্র পরিনতি হয় । পরানগঞ্জে দেয়ান ঘড়ি প্রতীকের গনজোয়ার শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ আলী হোসেন (আলী) শ্রমিক দের উন্নয়ন মূলোক কর্মকান্ডের প্রতিশ্রুতিদিয়ে বলেন যতদিন বেঁচে থাকতে ততদিন শ্রমিকদের কল্যানে আপদে বিপদে নিজের জীবন বাজী রেখে হলেও পাশে থাকবেন। এ সময় সম্মানিত ভোটার শ্রমিকরাও আগামী ৭ তারিখ দেয়াল ঘড়ি মার্কার ভোট প্রদানের দৃঢ় অংগিকার ব্যাক্ত করেন এবং তাদের প্রত্যাশা মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সকল ভোটার দের ভোটে দেয়াল ঘড়ি মার্কার বিপুল ভোটে বিজয় নিশ্চিত হবে – মহান আল্লাহ পাক বড়ই মেহের বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *