দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) “আশা” টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়াস্থ ব্রাঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আশা শিক্ষা কর্মসূচির ত্রৈমাসিক প্রশিক্ষণ কর্মশালা। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বাগুটিয়াস্থ আশা’র ব্রাঞ্চ ম্যানেজার সেলিম রেজার সভাপতিত্বে আশা শিক্ষা সুপারভাইজার বাপ্পি আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক শাহ আলম। শিক্ষা সুপারভাইজার ও শিক্ষা সেবিকাদের অংশগ্রহণে বিভিন্ন দিক নির্দেশনা, দক্ষতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র পাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি শিক্ষিত জাতিই পারে উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে। কিন্তু সে জাতি গঠনের মূল দায়িত্ব অর্পিত শিক্ষকদের কাঁধে। তাই একজন শিক্ষক যদি নিজের জ্ঞান ও দক্ষতা উন্নত না করেন, তাহলে শিক্ষার্থীরাও উপকৃত হতে পারবে না। আশা শিক্ষা কর্মসূচির এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির দারুণ সুযোগ তৈরি করে দিচ্ছে।
প্রশিক্ষক নিখিল চন্দ্র পাল বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার কারিগর। শিক্ষাকে যদি জীবনগঠনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হয়, তাহলে শিক্ষাদানের মানও যুগোপযোগী হতে হবে। এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের সেই দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে, যা শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক আমার বার্তা প্রতিনিধি, সাপ্তাহিক ইনতিজারের সহ-সম্পাদক ও কালিহাতী ইউনিট জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ, প্রিন্ট ও পোর্টাল মিডিয়ার বিশিষ্ট সাংবাদিক শুভ্র মজুমদার। তারা শিক্ষার মানোন্নয়নে আশা শিক্ষা কর্মসূচির উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষকদের দায়িত্ব ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন শিক্ষা সেবিকাগণ।