দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে কালিহাতীতে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কালিহাতী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হুসেইন ।
বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন কালি হাতি থানা অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া, উপজেলা শিক্ষা অফিসার একেএম আমির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাজ্জামান, মুক্তিযোদ্ধা শেখ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।
প্রশিক্ষণে ক্ষুদ্রঋণ কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, কৌশলগত উন্নয়ন, ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পান, যা ভবিষ্যতে এ কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়নে সহায়ক হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতি বৃদ্ধির জন্য প্রাসঙ্গিক কৌশল ও দিকনির্দেশনা নিয়ে উপকৃত হন।