দৈনিক তালাশ ডটকমঃ গার্মটস শ্রমিক ফ্রট নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সেলিম মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ এক বিবতিত বিএনপি নামধারী টাগারপাড় এলাকার স্ত্রাসী মিজানুর রহমান মিজান ও তার সহযাগীদের অবিলম্ব গ্রেফতার ও শাস্তির দাবি।
গতকাল ২৩ জানুয়ারী রাত ৮টায় স্ত্রাসী মিজানুর রহমান মিজান, ডেনি, আঃ রহিম, ম্যাগজিন বাবু, আকাশ, সাদ্দাম, কালাম, আরিফ সহ ১০/১২ জন স্ত্রাসী টাগারপাড় ইউনাইটেড অ্যাপারেলস কম্পজিট লিঃ এর শ্রমিক সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক ও গার্মটস ফ্রটের সদস্য শ্রমিক নেতা আব্দুর রশীদ কে কারখানা থেকে বের করে নিয় যায়।
মিজানুর রহমান মিজানের রিকশার গ্যারেজের টর্চার সেল হিসাব স্ত্রাসী মিজান শ্রমিক নেতা রশীদকে বলে তুই শ্রমিকদের নিয়ে আন্দোলন করতে পারবি না।
এলাকায় থাকতে হলে গার্মটস শ্রমিক ফ্রট সংগঠন করতে পারবি না। মিজানুর রহমান মিজানসহ এলাকায় স্ত্রাসী, চাঁদাবাজি ছিনতাইকারী, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত।
শ্রমিক নেতা রশীদ কে এলোপাথারী মারধর করে মারাত্মক আহত করে এবং খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হলও পুলিশ এখনও মামলা গ্রহন করনি এবং কাউক গ্রেফতার করেনি।
মিজানসহ টাগারপাড় এলাকার গার্মটস শ্রমিক ফ্রট নেতাদের বাড়িতে গিয়ে হুমকি প্রদান করছে। মিজান চক্র গার্মটস শ্রমিক ফ্রট টাগারপাড় শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের বাড়ীতে গিয়ে হুমকি দিয় এসছে।
মালিকদের ভাড়া করা স্ত্রাসী মিজানুর রহমান মিজান ও তার সহযাগিদের অবিলম্ব গ্রেফতারের দাবি জানান।