হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনে বদু প্যানেলে পক্ষে দোকান মালিকদের ব্যাপক প্রচার-প্রচারণা

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বদু প্যানেল এগিয়ে চলো, আমরা আছি তোমাদের সাথে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন উপলক্ষে বিভিন্ন হোসিয়ারী দোকান মালিকগণ আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেলের প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের নিকট ভোট চেয়েছেন।

রবিবার (২৬শে জানুয়ারী) সকালে নগরীর নয়ামাটি এলাকার বিভিন্ন হোসিয়ারী মার্কেট এর দোকান গুলেতে ব্যাবসায়ীরা বদু প্যানেলের পক্ষে এ প্রচার-প্রচারণা চালান।

এ সময় নয়ামাটি এলাকার বিভিন্ন হোসিয়ারী দোকানের মালিকরা জানান, আগামী ৩ ফেব্রুয়ারী বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আলহাজ্ব বদিউজ্জামান বদু প্যানেলের প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারনা করছি। আমরা মনে করি এই প্যানেলের যারা প্রার্থী হয়েছেন সকলেই যোগ্য ব্যাক্তি। আমাদের দৃঢ় বিশ্বাস এই প্যানেলটি নির্বাচিত হলে বিগত আমলে কুক্ষিগত হওয়া আমাদের এই হোসিয়ারী পল্লীতে পূণরায় স্বাভাবিক ভাবেই শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আসন্ন নির্বাচনে এই বদু প্যানেলের বিজয় সুনিশ্চিত হবেই হবে ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, নয়ামাটি এলাকার জয় প্রডাক্টস হোসিয়ারী এর মালিক কার্তিক, মুন হোসিয়ারী মালিক নবীন, পথের সেতু ধেনু সরকার, মায়ের দোয়ার মনির হোসেন, আর, এস এর দুলাল, মুন্নী হোসিয়ারীর সাদেকুর রহমান, মদিনা ট্রেডার্সের মো: জাহাঙ্গীর আলম, স্বন্ন সিড়ির বাহার, শোভা হোসিয়ারী রিপন পোদ্দার, মো: ফারুক, রাব্বানী, মিরাজ মুন্সি, মোতালেব ও সুভাষ বাবু সহ অত্র মার্কেটের অন্যান ব্যাবসায়ী বৃন্দ।

প্রসঙ্গত, আগামী ৩ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *