বন্ধ মাস্টার টক্সটাইল চালু ও বকেয়া পাওনা প্রদানের দাবিত শ্রমিকদের জেলা প্রশাসকর নিকট স্মারকলিপি প্রদান

দৈনিক তালাশ ডটকমঃ ফতুল্লা থানার কেতাবনগর অবস্তি বন্ধ মাষ্টার টেক্সটাইল গার্মটস অবিলম্বে চালু ও শ্রমিকের বকেয়া আইনানুগ যাবতীয় পাওনা প্রদানের দাবিতে শ্রমিকরা মঙ্গলবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেদ্রীয় শহিদ মিনারে সমাবেশ ও মিছিল করে জেলা প্রশাসকর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেছে।কারখানার শ্রমিক জিসানের সভাপতিত্বে শহিদ মিনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মটস শ্রমিক ফ্রট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনায়ার খান, কারখানার শ্রমিক সাহেল, সুজন প্রমুখ।

নতবদ বলন, মালিক কর্তপক্ষ গত ২৮ নভেম্বর বাংলাদশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২৮(ক) অনুযায়ী কারখানাটি বন্ধ ঘোষণা করে। দেড় মাসের অধিক সময় অতিবাহিত হলেও এখনও প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের আইনগত ন্যায্য পাওনা পরিশোধ করেনি। সংকট নিরসনের জন্য গত ১ ডিসেম্বর কারখানার শ্রমিকরা মালিক ও শ্রম সংশ্লিষ্ট সরকারি দপ্তর গুলিতে বরাবর অভিযোগ প্রদান করেন। ১৬ জানুয়ারি কলকারখানা পরিদর্শন অধিদপ্তর ত্রিপক্ষীয় সভা করলেও মালিক সেখানে উপস্তি হয়নি। বিকএমইএ সভাপতি অভিযোগ জানালেও তিনিও সংকট নিরসনে এগিয়ে আসেনি। শ্রমিকরা বর্তমান চাকুরিহারা হয় অনিশ্চিত পরিস্িিতিত আছ। আইনানুগ পাওনাদি না পয় মানবতর জীবনযাপন করছ। বাড়ীঅলা কারখানা বন্ধ জানত পর বাড়ি ছড় দয়ার নির্দেশ দিয়ছে ও বাকির দোকানদার বাকি পণ্য দওয়া বন্ধ কর দিয়ছে। দ্রুত শ্রমিকদের আইনানুগ পাওনা দিয়ে পরিশোধে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আহান জানান। জেলা প্রশাসকর অনুপস্তিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *