টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারর ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বাসদের বিক্ষাভ মিছিল ও সমাবশ

দৈনিক তালাশ ডটকমঃ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বার্ড ভবনের সামনে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রফতার ও শাস্তি চাই শতাধিক পণ্য শুল্ক-করারাপ, টিসিবির ট্রাক সল বন্ধ, ৪৩ লাখ পরিবারর ফ্যামিলি কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, গ্রাম ও শহর শ্রমজীবীদর জন্য রেশন ও ন্যায্য ন্যায্য মূল্যের দোকান চালু এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বার্ড (এনসিটিবি) ভবনের সামন আদিবাসীদের উপর হামলাকারীদের শাস্তি ও পাঠ্যপুস্তক বাদ দেয়া পুনরায় সংযুক্ত করার দাবিত আজ সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কদ্রীয় শহিদ মিনারে বাংলাদশর সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও শহর বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লবর সভাপতিত্ব সমাবশ বক্তব্য রাখন গার্মটস শ্রমিক ফ্রট নারায়ণগঞ্জ জলার সভাপতি সলিম মাহমুদ, বাসদ জলা কমিটির সদস্য এস এম কাদির, বর্ধিত ফারামর সদস্য সাইফুল ইসলাম শরীফ।

নতবদ বলন, বর্তমানে যেখান ক্রমাগত পণ্য মূল্যস্ফীতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত, সেখান অর্থবছরের মাঝখানে নতুন করে শতাধিক নিত্যপণ্যের উপর ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নিম্ আয়ের মানুষের জীবন আরও বিপদের মুখ ঠেলে দিয়ছ। আইএমএফ এর পরামর্শ এই করারাপর কান নতিক ভিত্তি বর্তমান সরকার নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *