দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাধীন আন্দিপুরের বিধবা শিউলি আক্তারের সংবাদ সম্মেলন। শনিবার (২৫ জানুয়ারি ) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে মোছা: শিউলী আক্তার, স্বামী মৃত ফকর উদ্দিন ওরফে আ: সামাদ খান, সাকিন আন্দিপুর, ডাকঘর করিমপুর, থানা ঘাটাইল জেলা টাঙ্গাইল সংবাদ সম্মেলনে বলেন, আদালতের রায় পাওয়া সত্ত্বেও ভূমিদস্যুদের জবরদখলে তার জায়গা। বাড়ীতে হামলা, প্রাণ সংশয়ে বাড়ীছাড়া।
আমি ঘাটাইল উপজেলাধীন আন্দিপুরের বিধবা অসহায় শিউলি আক্তার জীবন সংশয়ে গৃহ ছাড়া। চার চারটি মামলায় আদালতে রায় আমার পক্ষে (বিধবা শিউলি আক্তারের পক্ষে)। সর্বশেষ রায় অতিরিক্ত জেলা ম্যাজেটের আদালত টাঙ্গাইল সি আর ২১৩/ ২০২৩ পিটিশন নং ২৮৫/ ২০২৩ রায়ের উদ্ধৃতিঃ
সার্বিক পর্যালোচনায় টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন আন্দিপুর মৌজার নালিশি বি আর এস ১৩২ নং খতিয়ানের বি আর এস ২৭১ নং দাগের ৩৬ শতাংশ জমিতে দ্বিতীয় পক্ষ অর্থাৎ মো: ফজলুল হক গং এর প্রবেশ অধিকার বারিত করে গত ১০-১২, ২০২৩ তারিখে প্রদত্ত প্রসেডিং আদেশ চূড়ান্ত করা হলো। সত্বেও এই বিধবা নারীকে তারা বাড়িছাড়া করেছেন, তার জায়গায় জবরদখল করে টিনের ঘর উঠিয়েছেন, তার বাড়িতে হামলা/ভাংচুর করেছেন। তাই প্রশাসনের নিকট ন্যায় বিচার প্রার্থনা করেন।