দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারী) বিকেলে ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহোযোগি সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান খোকা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান খোকা বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়াবিদ। তিনি খেলাধুলাকে পছন্দ করতেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। সেইসাথে আমরা দোয়া করছি যেনো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ-তায়ালা দ্রুত সুস্থতা দান করেন। বর্তমানে বিএনপির লোকজন দায়িত্ব নিয়ে বিশৃঙ্খলা বন্ধ করে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা যখন ক্ষমতায় যাবো তখন পরিপূর্ন শক্তি নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারবো।
পরে সংক্ষিপ্ত বক্তব্য শেষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট পুত্র সাবেক ক্রিকেটার মরহুম আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকল নেতৃবৃন্দের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
ফতুল্লা ৬নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতি খোরশেদ আলম এর সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক হাসান ইমাম সম্রাট ও শরীফ মাহমুদ এর সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা ইউনিয়ন বিএনপির সিদ্দিকুর রহমান উজ্জ্বল সহ ফতুল্লা ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।