কালিহাতীর ওসি আবুল কালাম ভূঁইয়ার দ্রুত পদক্ষেপে অপহরণ কারি চক্রের এক সদস্য গ্রেফতার

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: কালিহাতীর ওসি আবুল কালাম ভূঁইয়ার দ্রুত পদক্ষেপে অপহরণচক্রের সদস্য গ্রেফতার। রবিবার (২৬ জানুয়ারী) বিকেল সাড়ে ৪টায় কালি হাতি থানায় অফিসার ইনচার্জ এর কক্ষে এক সাক্ষাৎকারে অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া এর তথ্য প্রদান করেন।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অভিনব কৌশলে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে এক অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রীবেশে প্রাইভেটকারে তুলে অপহরণের পর বিকাশের মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করলে পুলিশের তৎপরতায় ধরা পড়ে ইউনুস আলী (৩২)। তথ‍্য প্রযুক্তির সহায়তায় মির্জাপুর উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে, তার দুই সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তদন্তের স্বার্থে পুলিশ আপাতত তাদের পরিচয় প্রকাশ করেনি।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া আরো জানান, ২৫ জানুয়ারি বিকেলে ঘাটাইল উপজেলার হাট কয়রা গ্রামের মো. হাসান (৩০) এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্য একটি প্রাইভেটকারে ওঠেন। প্রাইভেট কারটি করটিয়া পযর্ন্ত গিয়ে চালক ও দুই অপহরণকারী পরিকল্পিতভাবে গাড়ির গতিপথ পরিবর্তন করে। ভিকটিমকে মারধর করে ১,৫০,০০০/-টাকা মুক্তিপন দাবী করে এবং বিকাশের মাধ্যমে ২৫,০০০ টাকা মুক্তিপণ আদায় করে।

ভুক্তভোগীর পরিবার বিষয়টি দ্রুত পুলিশকে জানালে আইনশৃঙ্খলা বাহিনী তথ‍্য প্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান শনাক্ত করে এবং দ্রুত অভিযান পরিচালনা করে

বিকাশ থেকে টাকা ক্যাশ আউট করার সময় ২৫ জানুয়ারি রাতেই মির্জাপুর উপজেলার পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ অপহরণকারী ইউনুস আলীকে (৩২) গ্রেফতার করে। সে লালমনিরহাট জেলার আদিতমারী থানার সারপুকুর সর্দারটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
বিকাশের মাধ্যমে পাঠানো ২৫,০০০ টাকা ও এটিএম কার্ড উদ্ধার করা হয়।

অপহরণের ঘটনায় ভিকটিমের খালাতো ভাই মো. সাকিব আল হাসান কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং-১৫, তারিখ: ২৬ জানুয়ারি । মামলার ভিত্তিতে ওসি আবুল কালাম ভূঁইয়ার নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই ইমাম হোসেন, এএসআই রেজাউল, হারুন অর রশিদ ও শহিদুল ইসলামসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

পুলিশ জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং ধৃত আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

টাঙ্গাইল জেলা পুলিশের এই সফল অভিযান তাদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *