নারায়ণগঞ্জের মাটি খেলাধূলার জন্য উর্বর একটি মাটি এখানে প্লেয়ারের অভাব নেই কিন্তু মাঠের অভাব: এডিসি সাকিব আল রাব্বি

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নিট কনসার্ন মাস্টার ক্রিকেট সিজন-৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪শে জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি।

প্রধান অতিথির বক্তব্যে সাকিব আল রাব্বী বলেন, নারায়ণগঞ্জের মাটি খেলাধূলার জন্য উর্বর একটি মাটি। এখানে প্লেয়ারের অভাব নেই কিন্তু মাঠের অভাব। আমরা নারায়ণগঞ্জের ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নিতে আপনাদের সহযোগীতা কামনা করছি।

খেলাধূলা সুষ্ঠ ও সুন্দর একটি জাতি রূপান্তর করতে সাহায্য করে। এখানে আমি একটি চমৎকার আয়োজন দেখলাম। উদ্বোধনের চেয়ে আজকের দিনটা আমার কাছে আরো ভালো এবং কালারফুল মনে হচ্ছে। আগামীতে আরো জাঁকজমকপূর্ণ ভাবে এ আয়োজন করা হবে। এ খেলার পরিচালনা কমিটিসহ যারা অংশগ্রহণ করেছেন বা চ্যাম্পিয়ন হয়েছেন তাদের প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন। নিট কনসার্ন মাস্টার ক্রিকেট সিজন- ৬ এর ফাইনাল খেলায় আরাব গ্ল্যাডিয়েটরসকে ১৩৭ রানে পরাজিত করে নিট রেডিক্স চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন হয়।

অপরদিকে মাস্টার ক্রিকেট ভেটারেন্স লিগের ফাইনাল খেলায় পি এন ওয়ারিয়র্স ৭ উইকেটে ডাইনামিক এলিভেনকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এই চ্যাম্পিয়ন ট্রফি শহীদ আমানত কে উৎসর্গ করেন দলটি।

মাস্টার ক্রিকেট অফ নারায়ণগঞ্জ এর সভাপতি শারিয়ার হোসেন বিদ্যুৎ এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা, প্রাইম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আহমেদ রুবেল, নীট রেডিক্স এর ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আহম্মেদ, পিএন ওয়ারিয়র্স এর অধিনায়ক ও সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা, বিশিষ্ট ক্রীড়াবিদ মেহেদী হাসান সুমন, মাস্টার ক্রিকেট নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা, সাবেক ক্রিকেটার রফিকুল হাসান রিপন ও সাবেক ক্রিকেটার জুয়েল হোসেন মনা সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *