বিএনপি দ্রুত সংস্কার চায়: রাজিব আহসান

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাজিব আহসান বলেন, অনেকে বলে বিএনপি সংস্কার চায় না, ভোট চায়। বিএনপি কি বলেছে সংস্কার ছাড়া ভোট? তোমরা তোমাদের রোড ম্যাপ দাও। কি কি কাজ করবা, কত সময় লাগবে সেটা বলো। তোমরাই তো জানো না তোমরা কি করতে চাও? অন্যের বুদ্ধিতে চললে হবে না। বিএনপি দ্রুত সংস্কার চায়।

মঙ্গলবার (২১শে জানুয়ারী) বিকেলে নগরীর ডন চেম্বার এলাকায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মীদের উদ্দেশ্যে রাজিব আহসান বলেন, তারেক রহমান আপনাদের অনেক ভালোবাসেন। এই ভালোবাসার সাথে প্রতারণা করবেন না। ভুল পথে থাকলে সংশোধন হন, নতুবা দল থেকে বের হয়ে ছিটকে পড়ে থাকবেন। নারায়ণগঞ্জের অনেক বড় নেতা আছে যাকে অনেক সম্মান করতাম। সে লোভের কারণে দল থেকে ছিটকে গেছে। এখন তার খবরও কেউ নেয় না।

তিনি আরও বলেন, যারা বিগত সংগ্রামে ছিলেন তাদের নিয়ে কমিটিকে আমরা গতিশীল করবো। আপনারা দলের জন্য কাজ করেছেন, আজ আপনারা দলের কাছে চাইবেন। আজ আপনাদের দলের কাছে পারিশ্রমিক চাওয়ার দিন। আপনাদের অনেকে অনেক কথা বলেছেন। তবে যারা বলতে পারেননি তাদের কথাও আমরা জানি। নারায়ণগঞ্জের ৬টি থানা আছে। এই থানাগুলোতে এই সম্মেলনের পর নতুন কমিটি হবে। বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ঢাকার পর অনেক গুরুত্বপূর্ণ জায়গা হলো নারায়ণগঞ্জ। মহানগর স্বেচ্ছাসেবক দল ১৭ বছর এই রানা ও বাবুর নেতৃত্বে রাজপথে ছিল, কিন্ত তখন অনেকেই ছিলো না। বিগত সময়ে নারায়ণগঞ্জে গুলি চালানো ছিলো ডাল-ভাতের মত ব্যাপার। তারা মানুষকে মানুষ বলে গণ্য করতো না, নির্বিচারে গুলি করতো।

মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সঞ্চলনায় এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম জি মাসুম রাসেল, সহ-সভাপতি এড সামলা সোমা, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *