দৈনিক তালাশ ডটকমঃ ফতুল্লা মডেল থানাধীন নতুন কোর্টের পশ্চিম পাশে সিফাত কাউন্টারের পেছনে শিক্ষা অফিসের সামনে, ও বুড়া বুড়ি’র হোটেলের গলিতে ফর্মা জালালে’র ছেলে জনি ও রানি’র মাদকের ওপেন স্পট তাদের ক্যাশিয়ার বাগা, সেলসম্যান মোস্তফা ও মনির মিয়ার ছেলে, রনি, এই মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
শিক্ষা অফিসের দারোয়ান নজরুল, ও তালুকদার কখনো ডিবির ড্রাইভার, কখনো বাস চালক, কখনো সিএনজি চালক পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীদের সেলটার দিচ্ছে, সামাদ মিয়ার ছোট ছেলে, হৃদয় ওরফে তালুকদার, জামালপুর মেলান্দ থেকে নারায়নগঞ্জে এসে এক সময় ভাত খেতে ভাত পেতো না, এ-ই, হৃদয় ওরফে তালুকদার, এখন সে বন্দরে জায়গার মালিক, বিভিন্ন জায়গা থেকে, মাদক সংগ্রহ করে বিক্রি করতে দেয় মাদক ব্যবসায়ীদের, এবেপারা সাংবাদিক নিউজ প্রকাশ করায় সাংবাদিক কে মেরে ফেলা’র হুমকি প্রদান করেছে, হৃদয় ওরফে তালুকদার, প্রশাসনে নীরবতায় নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকের ওপেন স্পট চালিয়ে যাচ্ছে মাদককারবারিরা, কিভাবে প্রশাসনের নাকের ডগায় মাদক বিক্রি করছে সন্ত্রাসীরা
এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলার ডিসি ও এসপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছে এলাকাবাসী।