বাগমারায় এম আর এন্টারপ্রাইজ ওয়ালটন এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

দৈনিক তালাশ ডটকমঃ আলমগীর হোসেন বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার হাট গাঙ্গোপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে এম আর ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন হয়েছে ।আজ রবিবার ১৯ জানুয়ারি, দুপুর আড়াই ঘটিকার সময় হাট গাঙ্গোপাড়া কারিগরি কলেজ মোড় সংলগ্ন মেইন রাস্তার পাশে এই শোরুম উদ্বোধন করা হয়। বর্ণাঢ্য আয়োজনে শোরুমটি উদ্বোধন করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও দেশবরেণ্য বক্তা মাওলানা মোঃ বজলুর রশিদ মিয়া।উক্ত এম আর শোরুমের প্রোপাইটর মোঃ আব্দুল জব্বার রানার এটি ২য় শোরুম। “দেশী পণ্য, কিনে হোন ধন্য” এ স্লোগানকে সামনে রেখে ওয়ালটন তার এক্সক্লুসিভ পণ্য সুনামের সাথে সারা দেশে বাজারজাত করছে। সেই ধারাবাহিকতায় ব্যবসায় প্রতিষ্ঠানটির মালিক মোঃ আব্দুল জব্বার রানা সাধারণ মানুষের দোরগোড়ায় ওয়ালটনের পণ্য ন্যায্য মূল্যে বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে শোরুমটি উদ্বোধন করেন।ওয়ালটনের পণ্য সারা দেশে সাধারণত ন্যায্য মূল্যে সরবরাহ করা হয় এবং কোন কোন ক্ষেত্রে গ্রাহকদের কিস্তি সুবিধা সহ ওয়ারেন্টি এবং গ্যারান্টি সহকারে প্রায় সকল ধরনের ইলেকট্রনিক্স সামগ্রী সরবরাহ করা হয়ে থাকে।উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, হাফেজ  মাওলানা মোঃ বাবুল হোসাইন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এম আর শো-রুমটির স্বত্বাধিকারী মোঃ আব্দুল জব্বার রানা তিনি বলেন, আমি জনগণের দোরগোড়ায় ওয়ালটনের দেশী পণ্য পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ । আপনারা আমাকে সার্বিক সহযোগিতা দিলে আমি ব্যবসাটি ভালোভাবে পরিচালনা করতে সক্ষম হব। এ সময় আরো বক্তব্য রাখেন ওয়ালটনের সিনিয়র ডিস্ট্রিবিউটর অফিসার এএইচএম আসাদুজ্জামান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুবুর রহমান অধ্যক্ষ, হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজ, হাফেজ মাওলানা মোঃ আব্দুর রশিদ, মাওলানা মোঃ মাহবুবুর রহমান অধ্যক্ষ, বালানগর কামিল মাদ্রাসা। আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম সহকারি অধ্যাপক, বেলঘরিয়া হাট ফাজিল মাদ্রাসা, জনাব মোঃ আঃ সালাম সহকারী অধ্যাপক হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজ, জনাব মোঃ আবু তাহের শাহ, সহকারি অধ্যাপক, হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজ, মাওলানা মোঃ শরিফুল ইসলাম শেখ সহকারী অধ্যাপক, হাট গাঙ্গোপাড়া ডিগ্রী কলেজ, জনাব আবু আব্দুল্লাহ মোহাম্মদ আসাদ, প্রধান শিক্ষক,  হাট গাঙ্গোপাড়া কারিগরি হাই স্কুল। মাস্টার মোঃ জাফর আলী, হোসাইন মোহাম্মদ মোবারক, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বজলুর রশিদ মিয়া বলেন, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। তাই সৎ ব্যবসায়ী আল্লাহ তায়ালার নিকট অত্যন্ত প্রিয়। আমার বাড়ির যাবতীয় সকল ইলেকট্রনিক পণ্য ওয়ালটনের। এই পণ্যটি অত্যন্ত ভালো এবং টেকসই, আমি ব্যবহার করি আপনারাও ব্যবহার করবেন তাতে দেশ আর্থিকভাবে লাভবান হবে আপনারাও দেশি পণ্য ব্যবহার করে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারবেন। সবশেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ বজলুর রশিদ মিয়া। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *