দৈনিক তালাশ ডটকমঃসৈয়দ মহসীন হাবীব সবুজের তথ্য ও চিত্রে: কালিহাতী তারুণ্য উৎসব ২০২৫ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বুধবার ১৫ই জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টায় কালিহাতী উপজেলা প্রাঙ্গণে এ উপলক্ষে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্ভিদের জৈব সার উৎপাদন এবং এর উপকারিতা সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যে শহীদ নূর হোসেন স্টোর নামে একটি বিশেষ স্টল স্থাপন করা হয়।
স্টল পরিচালনায় উপস্থিত ছিলেন এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাবিবুর বাহার তারেক এবং সহকারী শিক্ষকগণ, যেমন আবুল খায়ের ফেরদৌস, আমেনা সুলতানা মুক্তা, আব্দুল কাদের সিদ্দিকী, সাধনা দেবনাথ, হাসেন আলী, হিজবুল্লাহ আকন্দ এবং মোঃ আরিফুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে সাদিয়া আফরিন (দশম শ্রেণী) এবং নাসিমা আক্তার (দশম শ্রেণী) স্টলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তারুণ্য উৎসবের আরেকটি আকর্ষণীয় অংশ ছিল পিঠাপুলি উৎসব। উৎসবে ঐতিহ্যবাহী পিঠার স্টলগুলো স্থানীয় কৃষ্টি ও সংস্কৃতির প্রতিফলন ঘটায়। এই স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উৎসবটি শুধুমাত্র তারুণ্যের উদ্দীপনাই নয়, পরিবেশ সচেতনতা এবং গ্রামীণ ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। শহীদ নূর হোসেন স্টোরের কার্যক্রম বিশেষভাবে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে।