বিদায়ী ডিসির সাথে জেলা বাস মিনিবাস মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বদলীজনিত বিদায়ী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দরা।

সোমবার (১৩ই জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পরিবহন নেতা সাখাওয়াত হোসেন রানা’র নেতৃত্বে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দরা।

এসময় সাখাওয়াত হোসেন রানা বলেন, এমন মানবিক গুণসম্পন্ন ডিসির কথা ভোলা যায় না। তার সততা, কর্মনিষ্ঠা এবং মানবিকতায় আমরা মুগ্ধ। তার মতো ডিসি যদি প্রতিটি জেলায় থাকতো তাহলে মানুষ অতি সহজেই সেবা পেত। নারায়ণগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক গত দেড় বছরে সরকারি দায়িত্ব পালন করতে এসে সকল শ্রেণি-পেশার মানুষের মন জয় করে গেলেন। তার বদলির খবর শুনে অনেকেই অশ্রু সংবরণ করতে পারেননি।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক যোগদান করেই তার মেধা ও কর্মদক্ষতা দিয়ে অল্প সময়ের মধ্যে নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। যখনি কোথাও কোনও সংকট দেখেছেন তিনি ছুটে গেছেন। পাশে দাঁড়িয়েছেন সবার বিপদ-আপদে। প্রশাসনের কর্তা-ব্যক্তি ছাড়াও নারায়ণগঞ্জের সাধারণ মানুষদেরও আস্থার যায়গা ছিল মোহাম্মদ মাহমুদুল হক। একই সঙ্গে ব্যক্তিগত ও পেশাগত জীবনে আমরা জেলা প্রশাসকের সাফল্য কামনা করি।

নারায়ণগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রওশন আলী, শ্রমিক দলের নেতা মো. দুলাল, বাঁধন পরিবহনের নেতা মোঃ মঈন, মোঃ চঞ্চল, আনন্দ পরিবহনের নেতা মোঃ সুলতান, পরিবহন নেতা মোঃ জাকির ও মোঃ নূরু মিয়া পরিবহনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *