টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে লোকসংগীত নৃত্য ও সঙযাত্রা অনুষ্ঠিত

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে লোকসংগীত, নৃত্য ও সঙযাত্রা অনুষ্ঠিত। ১২ জানুয়ারি, রবিবার, টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে লোকসংগীত, নৃত্য ও সং যাত্রার পরিবেশনায় এক সুরমধুর সন্ধ্যা উপহার দেওয়া হয়। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

লোকগানের সুর, নৃত্যের ছন্দ এবং সং যাত্রার অনবদ্য পরিবেশনা উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়। পুরো আয়োজনটি তত্ত্বাবধান করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. এরশাদ হাসান।

১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলমান এই উৎসব টাঙ্গাইলের সাংস্কৃতিক ঐতিহ্যকে নতুন করে তুলে ধরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *