জাকির খানের মুক্তিতে ঘুরে দাঁড়াবে নারায়ণগঞ্জ বিএনপি

দৈনিক তালাশ ডটকমঃ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জের সাবেক ছাত্রদল নেতা এস.আলম রাজীব বলেছেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি জাকির খানকে এতদিন একের পর এক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার, ওসমান গং এবং আমাদের দলের ভিতর ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালরা নারায়ণগঞ্জের রাজনৈতিক মাঠ থেকে দূরে রাখতে অপচেষ্টা চালিয়ে আসছিল। আজ সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে এবং সত্যের জয় অনিবার্য, এটিকে আবারো প্রমাণিত করে জাকির খান মামলা থেকে বেকসুর খালাস পেলো এবং কর্মীবান্ধব এই নেতা ফিরে আসছে আবারো নারায়ণগঞ্জের রাজনীতির ময়দানে।

তিনি বলেন, আমি গত কয়দিন আগেও একটি বক্তব্যে বলেছিলাম, জুলাই বিপ্লবে দেশ স্বাধীন হলেও জাকির খান ভাই এখনো কারাঅন্তরীণ, তাই তাকে কারাগারে রেখে প্রকৃত বিজয়োল্লাস সম্ভব না, অবশেষে আজ সেই বিজয়োল্লাসের দিন এলো।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় জাকির খান খালাস পাবার পর একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা প্রত্যাশা করছি, তার মুক্তির মধ্য দিয়ে ঘুরে দাঁড়াবে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি, দমন হবে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের মাধ্যমে আওয়ামী দালালদের পুনর্বাসন। যারা বিগত ১৪ বছর আওয়ামী দালালী করেছে তাদেরকেও দমন করা হবে শক্ত হাতে, ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *