মুলিয়া মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন সম্পন্ন

দৈনিক তালাশ.কমঃ টাঙ্গাইলের এলেঙ্গায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মুলিয়া মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলেঙ্গা ইপি আর মদিনাতুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আলহাজ্ব মিজানুর রহমান।প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন এলেঙ্গা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আলহাজ্ব সানোয়ার হোসেন সাইফী। তিনি বলেন, “ইসলামি শিক্ষা ও আদর্শিক মূল্যবোধের বিকাশে মাদ্রাসাগুলোর ভূমিকা অপরিসীম। এই মাদ্রাসা সমাজে সত্য ও ন্যায়ের পথে চলার পথপ্রদর্শক হবে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সমাজসেবক মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, “এ মাদ্রাসা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা প্রদান করবে। আমি আশাবাদী, এই প্রতিষ্ঠান এলাকার শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।”

বিশেষ অতিথি মহম্মদ সুলতান গিয়াস তাঁর বক্তব্যে বলেন, “ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা বিস্তারে এ মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি এই মহৎ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, ছাত্র এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি কুরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. শুকুর মাহমুদ ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, মুলিয়া মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করবে।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষে মাদ্রাসার সুষ্ঠু কার্যক্রম এবং সার্বিক সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *