নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হয়েছে। নিহতরা হলেন উপজেলার পশ্চিম খাঁপুর গ্রামের মৃত ইসাহাক সরদারের ছেলে ও ঢাকাগামী তনয় বাসের সুপার ভাইজার মোশারফ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ এসিসটেন্ড মোঃ আফতাব উদ্দীন।ঘটনাটি ঘটেছে বুধবার (১ জানুয়ারি) সকাল ১১ টার দিকে মহাদেবপুর-নজিপুর আঞ্চলিক মহাসড়কের খুন্তির মোড় নামক স্থানে।এ ঘটনায় আরো ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলো, মোটরসাইকেল চালক মহিনগর গ্রামের মোবারকহোসেনের ছেলে আরিফ হোসেন, পঞ্চগড় জেলার চকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আনসার আলী, পত্নীতলা উপজেলার পাটিচরা গ্রামের ইলিয়াছ আলীর মেয়ে সীতা, ধামইরহাট উপজেলার হেরেম সোনাদিঘী গ্রামের নিমাই এর ছেলে বাতরাজ। স্থানীরা জানান, রাস্তার পাশে একটি দাঁড় করানো মাইক্রো বাসকে সাইড দিতে গেলে পার্শ্বরাস্তা থেকে উঠে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই মোশারফ হোসেনের মৃত্যু হয়। গুরুতর আহত মোঃ আফতাব উদ্দীনকে রাজশাহী মেডিকেলে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি মোঃ হাশমত আলী বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নওগাঁ#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *