তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ফতুল্লা থানা মৎস্যজীবী দলের আলোচনা সভা

দৈনিক তালাশ. কমঃ স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে ফতুল্লা থানা মৎস্যজীবী দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারী) বিকেলে ফতুল্লার কাঠেরপুল এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব নাসিরউদ্দিন জাহান সাগর।

এসময় সভায় নাসিরউদ্দিন জাহান সাগর বলেন, আওয়ামী লীগে অবৈধভাবে ক্ষমতায় এসে দেশে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল। মানুষের যেমন বাক স্বাধীনতা ছিল না ঠিক একইভাবে সংবাদপত্রেরও স্বাধীনতা ছিল না। ঐ সময় আমরা কিন্তু আমাদের নিজেদের ভোটও দিতে পারি নাই। পুলিশ, বিডিআর, র‍্যাব, সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনের লোকজনকে তাদের দলীয়করণ করে দলীয় নেতাকর্মীদের মতো তারা ব্যবহার করেছিলেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে দেশে খুন, গুম, ধর্ষণসহ মৌলিক অধিকার ও মানুষের মানবিক অধিকার হরণ করেছে। দুর্নীতির মাধ্যমে এদেশ থেকে তারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করে নিয়েছে। ব্যাংক সেক্টরকে নিয়ে এসেছিলো শূন্যের কোঠায়।

সাগর আরও বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু এই খুনি শেখ হাসিনার হাত থেকে রক্ষা পাননি। বৃদ্ধ বয়সেও তাকে মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে তারা দেশে আসতে দেয়নি। গত ১৫ বছর বাংলাদেশে কোন গণতন্ত্র ছিলোনা। বাক স্বাধীনতা ছিলনা। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশকে একটি স্বনির্ভর ও সমৃদ্ধিলীল রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য এই ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতে কর্মসূচি ঘোষণা করেছেন। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে এদেশের মানুষের মুখে হাসি ফোটানো হবে।

ফতুল্লা থানা মৎস্যজীবী দল নেতা মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে ও হাফিজুল ইসলাম মানিক এর সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ওলামা দলের সাবেক সভাপতি হাফেজ মাওলানা মোঃ মামুন। এছাড়াও অতিথি হিসেবে আরোও উপস্থিত ছিলেন, সদর থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক ড. রাকিবুল হাসান, সদস্য সচিব ইঞ্জি: মো. মেহেদী হাসান, যুগ্ন আহ্বায়ক কামাল হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদল যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম, ফতুল্লা থানা যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক রাসেদ মিল্কী, রূপগঞ্জ থানা মৎস্যজীবী দলের মো. নাফিজ হোসেন, জসিম উদ্দিন, শামীম হোসেন ও মোঃ সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *