নারায়ণগঞ্জ জেলার দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন আর নেই

দৈনিক তালাশ.কমঃ নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেন আর আমাদের মাঝে নেই।

বৃহস্পতিবার সকাল ৮টায় রাজধানীর আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ব্রেইন স্ট্রোক করলে তাকে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের প্রথম জানাজা বাদ আসর ডিআইটি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় জানাজা বাদ এশা কাশিপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

জানাজার পর মরদেহ দাফন করা হবে

তোফাজ্জল হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জে সাংবাদিক মহলে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *