দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,টাঙ্গাইল জেলা প্রতিনিধি: কালিহাতীতে শারদীয় দুর্গাপূজায় তামিম আকতার প্রামাণিকের সৌজন্য খাদ্য সামগ্রী বিতরণ।বুধবার (৯ অক্টোবর ) সকাল ১০ টায় কালিহাতীর নগরবাড়ী কৃষি কলেজ গেইট পুজা উযযাপন কমিটির সভাপতি গোপীনাথ মোদকের সভাপতিত্বে শ্রী পটাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যার সৌজন্যে খাদ্য সামগ্রী বিতরণ সেই মহান ও মানবিক ব্যক্তিত্ব তামিম আকতার প্রামাণিক, পুজা কমিটির সাধারণ সম্পাদক রানা সরকার, আলহাজ্ব আজহার প্রামাণিক, আলহাজ্ব আজমত আলী মাষ্টার, আলহাজ্ব আলতাব হোসেন প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা জোয়াদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ, মো. তারা মিয়া, ডা: দীলিপ কুমার মোদক, জিতেশ চন্দ্র ভৌমিক, মাদাই চন্দ্র দাস, হতদরিদ্র এলাকাবাসী, সাংবাদিক প্রমূখ।
টাঙ্গাইলের কালিহাতীতে ১৬৬ টি পুজা মন্ডপের মধ্যে নারান্দিয়াতেই ৯টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ৯টিতেই মহান ও মানবিক ব্যক্তিত্ব তামিম আকতার প্রামাণিক খাদ্য সামগ্রী বিতরণ করেন।