দৈনিক তালাশ.কমঃ স্টাফ রিপোর্টার: বুধবার (১৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ ফতুল্লার শিয়াচর লালখাঁ বিট অফিস সংলগ্ন এলাকায় জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মাসুদ বলেন, আমরা সমাজ থেকে সামাজিক অবস্থান উঠিয়ে নিয়েছি। যেকোন অপরাধ যদি সৃষ্টির শুরু থেকে থামিয়ে দেয়া যায় তবে আর অপরাধ সংগঠিত হবে না। আজ শিক্ষকরা ছাত্রদের শাসন করতে ভয় পায়। কোন মাদকাসক্ত বাবা কি কখনো পুলিশকে বলেছে, যে তার সন্তান মাদক গ্রহণ করে। সমাজ থেকে অপরাধ নিমূল না করলে তার সাফার আমাদেরই হতেই হবে। আজ থানায় ওসি একজন এসেছে, কাল অন্যজন আসবে কিন্তু সামাজিক অবস্থান আমাদের পরিবর্তন করতে হবে। বেশির ভাগ ক্ষেত্রে আমাদের মিস-গাইড করা হয়, দয়া করে এমনটা করবেন না।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী যত বড় নেতাই হোক না কেনো তাকে আইনের আওতায় আনা হবে। তাহলে যে মাদক ব্যবসায়ীরা মাথাচারা দিবে তারাও হারিয়ে যাবে। মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য তিনি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে মোস্তফা কালাম বলেন, এলাকায় পাতি নেতারা মাদক ছিচকে সন্ত্রাসীদের সেল্টার দেয়। আমি তাদের বলতে চাই আপনারা নিজেরা ভালো হোন এবং তাদের সেল্টার দেয়া বন্ধ করেন, অন্যথায় পরিনাম ভালো হবেনা। ফতুল্লার চৌকশ পুলিশ সদস্যদের মাধ্যমে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক নির্মূল, বাজার এলাকায় যানজট নিরসনে পুলিশের সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণ।
অনুষ্ঠানে জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি ও কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।