নওগাঁয় হতদরিদ্রদের মাঝে গ্রামীণব্যাংকের শীতবস্ত্র বিতরণ

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর পোরশায় গ্রামীণ ব্যাংক নওগাঁ যোনের সাপাহার এরিয়ার আওতাধীন তেঁতুলিয়া পোরশা শাখায় ব্যাংকের হতদরিদ্র সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংক প্রতিবছরের ন্যায় এবারও শীতার্ত মানুষকে উষ্ণতা দিতে শীতবস্ত্র কম্বল বিতরণের কর্মসুচী গ্রহন করছে এবং দেশব্যাপী গ্রামীণ ব্যাংকের সকল শাখা এলাকার হতদরিদ্র সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করছে ।এর ধারাবহিকতায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গ্রামীণ ব্যাংক নওগাঁ যোনের যোনাল ম্যানাজার আবুল বাসার এর নির্দেশনায় সাপাহার এরিয়ার এরিয়া ম্যানাজার আলমগীর আহমেদ এর পরামর্শে মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকালে তেঁতুলিয়া পোরশা শাখা কার্যালয়ে শাখার কর্ম এলাকার সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন শাখা ব্যবস্থাপক ( প্রিন্সিপাল অফিসার) হায়াত মাহমুদ এ সময় উপস্থিত ছিলেন সেকেন্ড ম্যানাজার (সিনিয়র অফিসার) মনিরুল ইসলামসহ শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমূখ। উল্লেখ এদিন সাপাহার, পত্নীতলা, মতিনধর, হাতুড়, আকবরপুর সহ এরিয়ার ১৩ টি শাখায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।কম্বল নিতে এসেছিলেন শাখার ৬/ম কেন্দ্রর সংগ্রামী সদস্য ষাটোর্ধ বৃদ্ধা হামিদা বেওয়া । কম্বল পেয়ে খুশি হয়ে বলেন, মেলা শীত পরিচে, শীতোত এ্যাতে (রাতে) ঘুম ধরোচে না, শরীলের কাঁপন থামোছে না , কতো ঝনের (জনের) কাছোত অ্যাডা কম্বল চানু কেউ দ্যায়নিকো। কম্বলডা পায়ে খুব ভালা হলো শান্তিত এ্যানা ঘুমাবার পারমু। বড় ছ্যারগে জন্য দুয়া করমু এই ব্যাংকো আরও বড় হোক। আল্লা ছ্যারোগো ভাল করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *