উজানগ্রাম থেকে জাহাঙ্গীর কবির লিপটন ও তার ৩সহ যোগীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

দৈনিক তালাশ ডটকমঃকুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নের দূর্বাচারায় নিজ বাড়ি থেকে তিন সহযোগীসহ জাহাঙ্গীর কবির লিপটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গত কাল বৃহস্পতিবার গভীর রাত থেকে শুরু করে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

1️ *জাহাঙ্গীর কবির লিপটন (৪৮)*
পিতা: মোঃ আজিজুর রহমান
গ্রাম: দূর্বাচারা, থানা: ইবি, জেলা: কুষ্টিয়া

2️ *মোঃ রাকিব (৩৮)*
পিতা: রফিকুল ইসলাম এন্টু
গ্রাম: দূর্বাচারা, থানা: ইবি, জেলা: কুষ্টিয়া

3️ *মোঃ লিটন (২৬)*
পিতা: জহির ইসলাম
গ্রাম: দূর্বাচারা, থানা: ইবি, জেলা: কুষ্টিয়া

4️ *মোঃ সনেট হাসান (৪৫)*
পিতা: আব্দুল মজিদ
গ্রাম: দূর্বাচারা, থানা: ইবি, জেলা: কুষ্টিয়া

🔻 *উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম:*

🔫 ৫টি পিস্তল (মেড ইন ইউএসএ)
🔫 ১টি পিস্তল (মেড ইন জাপান)
🔋 ১০টি ম্যাগাজিন
🔘 ২৫টি বল অ্যামো
🔪 ১০টি দেশীয় অস্ত্র
🔫 ৩৩ রাউন্ড পিস্তল অ্যামো (৯ এমএম)
🔫 ৫০ রাউন্ড অ্যামো (৭.৬২ মিমি)
🔘 ২১ রাউন্ড (বিবরণহীন)
🔫 ১টি SLF ইম্পারেটর লং ব্যারেল গান (জার্মান তৈরি)
🔫 ৩৬ রাউন্ড অ্যামো (১২ বোর)
🧰 ৩টি ক্লিনিং কিট
📦 ১টি পিস্তল কভার
🛡️ ৮টি শিল্ড
🗡️ ৬টি বল্লম

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *