শেরপুর প্রতিনিধি: ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের হলদীগ্রাম এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক (৭০) নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছে। নিহত বৃদ্ধ ওই গ্রামের মৃত লেচু শেখের ছেলে। সে ১ ছেলে ৬ মেয়ের জনক। ৩০ এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটে।নিহতের পরিবার সুত্রে জানা গেছে, বৃদ্ধ আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থেকে শ্বাসকষ্ট রোগে ভোগছিল। রবিবার দুপুরে পরিবারের সকলের অজান্তে বিষপান করে। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রূত ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুের কোলে ঢলে পড়ে। পুলিশ সংবাদ পেয়ে লাশের সুরতহাল রিপোর্ট সহ ঘটনাস্থল পরিদর্শণ করেন।ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।