দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা অন্তর্গত ২৭নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।
বক্তব্যের শুরুতেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন ২৭ নম্বর ওয়ার্ডের সকল নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে বলতে চাই, সামনের জাতীয় নির্বাচনে আপনারা প্রত্যেকে ঘরে ঘরে যাবেন। মানুষের সঙ্গে কথা বলবেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে তাদের অবগত করবেন। যেন তারা তা ভালোভাবে বুঝে, চিন্তা-ভাবনা করে, জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষে তাদের মূল্যবান ভোটটি প্রদান করেন।
শুক্রবার ( ২৪ অক্টোবর) বিকেল চারটায় ২৭নং ওয়ার্ডের বঙ্গশাসন এলাকায় এই কর্মীসভার আয়োজন করা হয়।
আপনারা জানেন একাত্তর থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের ইতিহাস কেবলই ব্যর্থতার ইতিহাস। আওয়ামী লীগ এই দেশকে বারবার দুর্ভিক্ষে নিমজ্জিত করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, সংবিধানকে লুণ্ঠন করেছে, এবং একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা চালিয়েছে। তারা সব সময়ই বাংলাদেশবিরোধী শক্তির ইন্ধনে কাজ করেছে। মিথ্যা প্রতিশ্রুতি আর ভুয়া উন্নয়নের গল্প শুনিয়ে তারা বারবার এই জাতির সঙ্গে প্রতারণা করেছে।
অন্যদিকে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই এই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে, এবং ইসলামি মূল্যবোধ ও জাতীয় চেতনার সমন্বয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে আধুনিক রাষ্ট্র কাঠামোর ভিত্তি স্থাপন করেন, ১৯ দফা কর্মসূচির মাধ্যমে তিনি উন্নয়ন, স্বাধীনতা ও আত্মমর্যাদার রূপরেখা দেন। তারই ধারাবাহিকতায় আমাদের জননেতা তারেক রহমান ফ্যাসিবাদী সরকারের পতনের আগেই, ২০২৩ সালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্পষ্টভাবে বলেছিলেন আগামীর বাংলাদেশ পরিচালিত হবে ৩১ দফার মাধ্যমে।’
আমরা বিশ্বাস করি, ইনশাআল্লাহ জাতীয়তাবাদী শক্তি আবারও জনগণের সমর্থনে ক্ষমতায় এসে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক, উন্নত, আত্মনির্ভরশীল ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলবে।
পরে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে ২৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোকান ও পথচারীদের মাঝে ৩১দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।
মহানগর ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ
আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সিনিয়র সহ-সভাপতি বন্দর থানা বিএনপির আসাদুজ্জামান বাদল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, ২৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি মঞ্জুর আলম, সহ- সভাপতি মো. রিগ্যান, মো. আমানত, মো. আমির, সহ- সাধারণ সম্পাদক মো. খোকন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালু, সহ- সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব, ২৭নং ওয়ার্ড যুবদল নেতা ইমাম হাসান বিপ্লব, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, জাহিদুজ্জামান শাহাজাদাসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।