কালিহাতীতে মানবাধিকার কমিশনের ১১ সদস্যের টিমের পূজা মণ্ডপ পরিদর্শন

দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ট একটি টিম শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে দলটি যাত্রা শুরু করে।

টিমটির নেতৃত্ব দেন কমিশনের সভাপতি মোঃ শাহ আলম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি গোবিন্দচন্দ্র সাহা, সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক আনন্দমোহন দত্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজ, অর্থ সম্পাদক বিপ্লব সরকার, দপ্তর সম্পাদক শুভ্র মজুমদার, সাংবাদিক আতোয়ার হোসেন প্রমুখ।

পরিদর্শনকালে টিমের সদস্যরা পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও পূজার পরিবেশ ঘুরে দেখেন। তাঁরা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান।

পূজা মণ্ডপগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল কালিহাতী কেন্দ্রীয় জয় কালী মন্দির, নগরবাড়ির স্বর্গীয় অখিল বন্ধুর আঙ্গিনার পূজা মণ্ডপ, নগরবাড়ি পূজা মণ্ডপ, মগড়া পূজা মণ্ডপ, এলেঙ্গা পৌরসভার জমিদার বাড়ির পূজা মণ্ডপসহ আরও অসংখ্য ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ। এসব পূজা মণ্ডপে ছিল সাজসজ্জার বৈচিত্র্য, ভক্তদের ঢল এবং উৎসবমুখর পরিবেশ।

আজ ছিল দুর্গাপূজার অষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অষ্টমী তিথি বিশেষ তাৎপর্যময়। এদিন মহাষ্টমী ও সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। অষ্টমী পূজা হলো দেবী দুর্গার পূজার অন্যতম শ্রেষ্ঠ আচার। এদিন দেবীর সামনে অঞ্জলি প্রদান, আরতি, প্রসাদ বিতরণ এবং ভক্তদের বিশেষ পূজা অর্চনা হয়। সন্ধিপূজার মাধ্যমে মহাষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে দেবীকে শক্তিরূপে আরাধনা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন, অষ্টমী পূজার মাধ্যমে দেবী দুর্গার আশীর্বাদ লাভ করলে জীবনে অশুভ শক্তির বিনাশ ঘটে এবং মঙ্গল ও সমৃদ্ধি নেমে আসে।

এছাড়াও পূজা মণ্ডপগুলোতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বক্ষণ উপস্থিত ছিলেন। ফলে উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থী নির্বিঘ্নে পূজা উপভোগ করতে সক্ষম হন।

মানবাধিকার কমিশনের এ সফর স্থানীয়দের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *