চাষাঢ়া রেল স্টেশনে যৌথবাহিনীর অভিযান ১৮ জন মাদকসেবী আটক

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৮ জন মাদকসেবীকে আটক করেছে যৌথবাহিনী। একইসঙ্গে আটক আরো ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এ সময় তাদের কাছে বিভিন্ন মাদকদ্রব্য পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তাৎক্ষণিকভাবে আটকদের এবং সাজা প্রদানকারী ব্যক্তিদের বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘নারায়ণগঞ্জে মাদকসেবীর সংখ্যা বেড়ে গেছে। এরই ধারাবাহিকতায় আজ প্রথম অভিযান পরিচালনা করা হয়।

আমরা পর্যায়ক্রমে প্রতিটি থানায় থানায় অভিযান চালাব। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অভিযানে আটক ১৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হবে। আরো ৯ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে আমরা প্রায় ৮০ জনকে আটক করি। পরে যাচাই-বাছাই শেষে ১৮ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আর ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *