২নং রেলগেইটে মাদক ব্যবসায়ী সাগর বাহিনীর হামলায় আহত ৪

দৈনিক তালাশ ডটকমঃনিজস্ব প্রতিবেদক:নারায়নগঞ্জ ২নং রেললাইন এলাকায় মাদক ব্যবসায়ী সাগরের মাদক ব্যবসায় বাধা দেয়ায় থান-কাপর শ্রমিকদের উপর সাগর বাহিনীর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৪ থেকে ৫ জন আহত হয়েছেন।

আহতদের চিকিৎসা দেওয়ার জন্য খানপুর ৩শ’ শষ্যা হাসপাতালে পাঠানো হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সাড়ে সাতটার সময় এ ঘটনা ঘটে।

স্হানীয় সূত্রে জানাগেছে, শহরের দুইনং রেললাইন এলাকায় সাগরের নেতৃত্বে ৫০/৬০ জন সন্ত্রাসী বাহিনী থানকাপর শ্রমিকদের উপর হামলা চালায়।

হামলাকারীদের দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে এসময় পারভেজ,তাজু,শামীম ও রুবেল গুরুতর আহত হয়। মাদক ব্যবসায়ী সাগরের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী এ হামনা চালিয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

এছাড়া আরো জানা যায়, দুইনং রেললাইন এলাকায় সাগর বাহিনী বিএনপি নেতা বান্টি ও সনেটের নাম ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *