সূচনা কালিহাতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শক সমূদ্রের রেকর্ড

দৈনিক তালাশ ডটকমঃটাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজঃ ক্রীড়াঙ্গনে কালিহাতীতে পূর্বের সকল রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে “সূচনা কালিহাতী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। প্রায় এক মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্টে ১৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ফুটবল দল অংশ নেয়। ফাইনালে টানটান উত্তেজনার মধ্যে তীব্র প্রতিযোগিতায় টাইব্রেকারে খেলা গড়ার এবং বাংড়াকে হারিয়ে গোপালপুর জয়ী হয়।

ঘটনার বিবরণে জানা যায়,
প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল।তিনি দীর্ঘদিন ধরে কালিহাতীর ক্রীড়াঙ্গন, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক হিসেবে সুপরিচিত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্মরণকালের সর্বোচ্চ দর্শক সমাগম লক্ষ্য করা যায়। মাঠের চারপাশে, পাশের স্কুলের বারান্দা ও ছাদে, এমনকি আশপাশের গাছের ডালেও দাঁড়িয়ে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করেন।
ফাইনাল খেলা শেষে আয়োজক প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল বলেন, আজ আমি সার্থক দর্শকের সমূদ্র দেখে।

দর্শকদের অভিমত, এই টুর্নামেন্ট কালিহাতির গৌরব ফিরিয়ে এনেছে, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে ভবিষ্যতেও করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *