দৈনিক তালাশ ডটকমঃ ১। নাজমুলের পিতা হাবিবুল্লাহ সোনারগাঁও উপজেলার সম্মানদী ইউনিয়ন নাজিরপুর গ্রামে এর মাদক সম্রাট এখন সিদ্ধিরগঞ্জ সানারপাড় নার্সারি গলিতে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকে বলে জানা যায়।
সোনারগাঁও এলাকায় মাদকের সিন্ডিকেটের বেশ কয়েকজন মাদক সম্রাটের নাম অনুসন্ধানে উঠে এসেছে।
২। তাইজুল ইসলাম ঠিকানা বড়ো বাড়ি মাদক সম্রাট।
৩। সাঈদ বাড়ি গোপের বাগ। ৪। রুবেল বাড়ি বাটির চর ৫। আমজাত রিপন মুহুরির ভাতিতা বাড়ি ভিটি কানদী। ৬। রাসেল বাড়ি ননানগর। ৭। সুমন বাড়ি নীলকানদা। ৮। আরিফ বারি নীল কান্দা। ৯। রনি বাড়ি টান পাড়া। ১০। জহু বাড়ি টান পাড়া। ১১। রাজু বাড়ি মাঝের চর।
১২। আরমান বাড়ি নাজির পুড় বড়ো বাড়ি। ১৩। অবঙ্গী বাড়ি নাজীর পুড় বড়ো বাড়ি। ১৪। হৃদয় বাড়ি টানপাড়া।
১৫। রাবেয়া বাড়ি বাটির চর সরকারি প্রকল্পে থাকে। ১৬ সপ্ন বাড়ি চরলাল। ১৭। ওয়াজকরোনী বাড়ি নীল কান্দা। ১৮।অইবুর বাড়ি নাজির পুড়।