দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: মধুপুরে বিভিন্ন দপ্তর পরিদর্শনে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। বুধবার (১০ সেপ্টেম্বর) মধুপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে দিনব্যাপী এ কর্মসূচিতে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মধুপুর থানা এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি দপ্তর ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শরীফা হক কর্মকর্তাদের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে জনগণকে দ্রুততম ও মানসম্মত সেবা প্রদানের নির্দেশনা দেন। একইসঙ্গে তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করেন এবং কাজের গুণগত মান শতভাগ নিশ্চিত করার কঠোর নির্দেশনা প্রদান করেন।
এর আগে তিনি এক হৃদয়গ্রাহী সামাজিক কর্মসূচিতে অংশ নেন। সেখানে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে একটি আধুনিক মিনি বাস, ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে দৃষ্টিনন্দন অটো গাড়ি এবং গ্রাম পুলিশের মাঝে টেকসই বাইসাইকেল বিতরণ করেন। এসব কার্যক্রমে তিনি সমাজকল্যাণমূলক উদ্যোগের ধারাবাহিকতা ও টেকসই উন্নয়নের প্রতি প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
জেলা প্রশাসকের এ মহৎ ও কার্যকর উদ্যোগে এলাকাবাসীর মাঝে ব্যাপক সন্তোষ ও আশার সঞ্চার হয়।