আড়াইহাজার থানা পৌরসভা ও গোপালদী পৌরসভা মহিলা দলের কমিটি অনুমোদন

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ জেলার অধীনে আড়াইহাজার থানা, আড়াইহাজার ও গোপালদী পৌরসভা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

শনিবার (৬ই সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের একটি রেস্টুরেন্টে এই কমিটির অনুমোদন দেন জেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি রহিমা শরীফ মায়া।

এসময় হোসনে আরা বেগম জলি কে সভাপতি ও সুলতানা বেগম কে সাধারণ সম্পাদিকা করে আড়াইহাজার থানা, লুৎফা নাহার রানু কে সভাপতি ও নাজমা বেগম কে সাধারণ সম্পাদিকা করে আড়াইহাজার পৌরসভা, এছাড়াও তাসলিমা আক্তার কে সভাপতি ও হালিমা বেগম কে সাধারণ সম্পাদিকা করে গোপালদী পৌরসভা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

‎প্রধান অতিথির বক্তব্যে এসময় নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান   জাতীয়তাবাদী মহিলা দল গঠন করেছেন। এরপর থেকে মূল দলের পাশাপাশি আন্দোলন সংগ্রামে
‎অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন এই মহিলা দল। আফরোজা আব্বাস ও সুলতানা আহাম্মেদ এর নেতৃত্বে মহিলা দল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ১৭টি বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে মহিলা দল আন্দোলন সংগ্রামে ঢাল হিসাবে দাঁড়িয়েছে। এতে আমাদের অনেক মা-বোন নির্যাতিত হয়েছে এবং আমি নিজেও কারাভোগ করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গ্রেপ্তার করে তখন প্রতিবাদ করতে গিয়ে আমি দেড় মাস কারাভোগ করেছি। সেগুলো মুছে গিয়ে আমাদের মহিলা দলের জয় হয়েছে।

রহিমা শরীফ মায়া আরও বলেন, স্বৈরাচার এরশাদকে বিতাড়িত করার সময় শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আপস করেছিলেন। পরে শেখ হাসিনা এরশাদের সাথে আঁতাত করে বেইমানি করেছেন। তখন থেকে শেখ হাসিনা উপাধি পেয়েছিল বেইমান। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উপাধি পেয়েছে আপোষহীন নেত্রী। আপোষহীন নেত্রীর দল এই মহিলা দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। বিএনপি মানেই গণতান্ত্রিক দল। আমার এক হাতে জাতীয়তাবাদী দল আরেক হাতে জাতীয়তাবাদী মহিলা দল। এদেশের উন্নয়নে জাতীয়তাবাদী মহিলাদল অগ্রণী ভূমিকা পালন করে এগিয়ে যাবে।

‎এদিকে নতুন কমিটির সকল নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, তারেক রহমান, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আড়াইহাজার থানা ও পৌরসভা মহিলা দলকে মডেল এবং শক্তিশালী সংগঠনে পরিণত করা হবে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীর্ষের জয়ের লক্ষ্যে এখন থেকেই আমরা কাজ করে যাবো।

এসময় কমিটি অনুমোদনকালে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি জিসান সুরাইয়া, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শেফালি রানি দাস, সোনারগাঁও থানা মহিলা দলের সাধারণ সম্পাদক বিউটি আক্তার, রূপগঞ্জ থানা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম ও কাঞ্চন পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আলম সহ বিভিন্ন মহিলা নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *