দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ বাশমূলি এলাকার চিহ্নিত মাদক সম্রাট ও দুই দুই টি হত্যা মামলার এজাহার নামীয় আসামি হলেন বিয়াস্তা রাসেল গতকাল রাতে যৌথ বাহিনীর অভিযানে আটক।
কে এ-ই রাসেল দেওভোগ এলাকার নিজাম ড্রাইভারের ছেলে রাসেল ৫ ই আগস্টের পর থেকে দেওভোগ এলাকায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজার ওপেন স্পট পরিচালনা করে আসছিলো এই রাসেল।
বেপরোয়া হয়ে উঠেছিলো রাসেল ও তার সন্ত্রাসী বাহিনীর কাছে দেশি ও বিদেশী একাধিক অস্ত্রের ভান্ডার রয়েছে গোপন সূত্রে জানা যায়।
অনুসন্ধানে বেরিয়ে আসছে একের পরে এক তথ্য যানা গেছে জানাযায় ২০২৩ সালে দেওভোগ এলাকারর আফজালকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে রাসেল সহ কিছু সন্ত্রাসীরা মাদক স্পট কে কেন্দ্র করে ঘটনা ঘটেছে সে-ই মামলার এজাহার ভুক্ত আসামি রাসেল দেওভোগ এলাকায় প্রকাশে মাদক স্পট খুলে ইয়াবা ট্যাবলেট ও গাজা বিক্রি করাতো মাদক সম্রাট রাসেল, দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলো সন্ত্রাসী রাসেল।
রাসেল ধরা পরলেও বন্ধ হয়নি মাদকের ওপেন স্পট নিয়ন্ত্রণ করছে কারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে এলাকায় সাধারণ জনগণ।