দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে এক জনবান্ধব গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট ২০২৫) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সরাসরি সেবা প্রত্যাশীদের অভিযোগ ১২ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত গ্রহণের পর ২৫ আগস্ট অভিযুক্ত অফিসারদের উপস্থিতিতে জবাব গ্রহণ করা হয়। এর পরপরই অনেক অভিযোগের তাৎক্ষণিক সমাধান এবং কিছু অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অফিসার বা দপ্তরকে তদন্তের আদেশ দেওয়া হয়। অংশগ্রহণকারীদের উপস্থিতিতে স্বচ্ছতার সঙ্গে এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় অনুষ্ঠানটি অত্যন্ত সন্তোষজনক ও ফলপ্রসূ বলে মনে করেছেন অভিযোগকারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদকের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী। সভাপতিত্ব করেন জেলা প্রকাশক শরীফা হক।
গণশুনানি সফলভাবে আয়োজন করে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় টাঙ্গাইল। সহযোগিতায় ছিল জেলা প্রশাসন, টাঙ্গাইল।
উপস্থিত সেবা প্রত্যাশীরা বলেন, এ ধরনের গণশুনানি তাদের দীর্ঘদিনের ভোগান্তি ও দুর্নীতির শিকার হওয়া সমস্যাগুলো সমাধানের আশার আলো জাগিয়েছন।