জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন মামুন মাহমুদ

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনায় জ্ঞ্যান অর্জন হয়, কিন্তু সুশিক্ষা অর্জন হয় না। তোমাদের সু-শিক্ষিত ও সু-প্রতিষ্ঠিত হতে হবে। যেনো মানুষ তোমাকে অনুসরণ করে।

‎‎‎সোমবার (২৫শে আগষ্ট) দুপুরে নগরীর চুনকা পাঠাগার অডিটোরিয়ামে জিনিয়াস স্টুডেন্ট ফোরাম আয়োজিত জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

‎‎নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, জুলাইয়ের আন্দোলন, পরিবর্তনের ছোয়া আপনাদের হাত দিয়েই এসেছে। আপনাদের সাথে নিয়ে একসঙ্গে কাজ করে পরির্বতন করতে পেরেছি। সব সময় সজাগ থাকবেন যেনো অর্জন ম্লান না হয়ে যায়। দেশ প্রেম ইমানের অঙ্গ।প্রতিটা ধাপই ছাত্র জীবনের সম্মানের। এই ধাপগুলা যারা সাফল্যের সহিত অতিক্রম করতে পারবে, তারাই সম্মানের সাথে প্রতিষ্ঠিত হতে পারবে। আপনাদের স্বপ্ন থাকতে হবে আকাশ ছোয়া।

‎‎সভাপতির বক্তব্যে মেহেদী ফারহান বলেন, মেধাবিদের সব সময় মনে রাখতে হবে, ভালো শিক্ষার্থী হলেই হবে না। ভালো মানুষ হতে হবে। যত ভালো মানুষ হতে পারবো সমাজের কল্যানে কাজ করতে পারবো। শিক্ষা না সুশিক্ষাই জাতির মেরুদন্ড। এ দেশকে সমৃদ্ধশালী করতে হলে আপনাদের ভূমিকা অপরিসীম।

‎‎নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, তোলারাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসা প্রিন্সিপাল মুফতি মাওলানা আব্দুস শাকুর মোল্লা সহ জিনিয়াস স্টুডেন্ট ফোরাম এর সদস্য আরাফাত বিন আদর, মোহাম্মদ জোবায়ের, রাব্বি, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সাব্বির, মোহাম্মদ সানি সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *