এলেঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে লুৎফর রহমান মতিনের মতবিনিময় সভা

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে বিএনপি’র ১৩৩ টাঙ্গাইল ৪ কালিহাতী আসনের সংসদ সদস‍্য পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনের
এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারী) সকাল ১০ টায় এলেঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৩ টাংগাইল ৪ কালিহাতী আসনের জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর বড় ছেলে জাহিদুর রহমান ও ছোট ছেলে তৌহিদুর রহমান। এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মোঃ রমজান আলীর সভাপতিত্বে ও এলেঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফফর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ শরীফ মোল্লা ও হিরো মোল্লা, কালিহাতী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরোসহ এলেঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় অতিথিবৃন্দ সাংবাদিকদের সঙ্গে এলাকার সামগ্রিক উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তারা সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে অতিথিবৃন্দ এলেঙ্গা প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে এ ধরনের মতবিনিময় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *