৫০+ ভ্যাটারেন্স ক্লাব না:গঞ্জের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: ৫০ + ভ্যাটারেন্স চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে নারায়ণগঞ্জের উদ্যোগে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) বিকেলে দেওভোগ সিটি পার্ক মাঠে ৫০+ ভ্যাটারেন্স ক্লাব নারায়ণগঞ্জের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের সভাপতি আলহাজ্ব নিজাম উদ্দিন মৃধা।

ফাইনাল খেলায় ৫০+ ভ্যাটারেন্স চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে লাল দল ও সবুজ দলের মধ্যে ফুল টাইমে (১ – ১) গোলে ড্র হয়। পরে ট্রাইবেকারে মাধ্যমে লাল দল ( ৪ – ৩ ) গোলে সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এসময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের সভাপতি নিজাম উদ্দিন মৃধা বলেন, বয়স যে মানুষকে ধমিয়ে রাখতে পারে না সেটার প্রমাণ আজকের এই খেলা। খেলাধূলা মানুষের মন মানুষিকতা চাঙা করে। শরীর সুস্থ রাখার জন্য আমাদের খেলাধুলা চালিয়ে যেতে হবে। ৫০+ বয়সের মাঝেও যদি আমরা খেলাধূলা ধারাবাহিকভাবে চালিয়ে রাখতে পারি তাহলে আমাদের যে বয়স হয়েছে তা মনে হবে না। আমি নিজেও আপনাদের পাশে থাকবো যাতে করে এই খেলাটা ধারাবাহিকভাবে আপনারা চালিয়ে যেতে পারেন।

৫০+ ভ্যাটারেন্স ক্লাব নারায়ণগঞ্জের সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন লাভলু’র সভাপতিত্বে ও ৫০+ ভ্যাটারেন্স ক্লাব নারায়ণগঞ্জ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান মাসুদের সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রব শিকদার, বসুন্ধরা কিংস ও ফুটবল একাডেমির টেকনিক্যাল ডাইরেক্টর বি.এ জোবায়ের রহমান নিপু, সাবেক ফুটবলার জাহাঙ্গীর কবির পোকন, লাল মোহাম্মদ ও ৫০+ ভ্যাটারেন্স ক্লাব নারায়ণগঞ্জের সদস্য সচিব মোঃ শাহাবুদ্দিন সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *