বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধানের উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ জোহর নগরীর মাসদাইর বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনার পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নারীদের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালুসহ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার মাধ্যমে নারীদের জন্য বিশেষ সুবিধা ও ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান তার বক্তব্যে বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেছেন। তিনি সকলের কাছে তার রূহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বলেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

নারায়ণগঞ্জ মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট শেখ আঞ্জুম আহমেদ রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, সদর থানা বিএনপির সহ-সভাপতি শেখ সেলিম আহমেদ, সহ-সভাপতি আলমগীর খান চঞ্চল, বিএনপি নেতা এডভোকেট কামাল হোসেন, এডভোকেট আসমা হেলেন বিথী, এডভোকেট আবু রায়হান, ডা. নেসের আহমেদ তমাল, মাসদাইর বেগম রোকেয়া খন্দকার পৌর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসিফ আহমেদ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *