দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার : টানবাজার পৌর মার্কেট ( পদ্মা সিটি প্লাজা- ৫) দোকান মালিক সমিতির উদ্যোগে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাদ যোহর শহরের টানবাজার মীনাবাজার এলাকায় পদ্মা সিটি প্লাজা – দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফ।
এ সময় জোসেফ বলেন, আজ আমাদের হৃদয় ভারাক্রান্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার এক অবিচল প্রতীক। তার ত্যাগ ও সংগ্রাম জাতি চিরদিন স্মরণ করবে।
মিলাদ ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলাওয়াত, দুরুদ ও মোনাজাতের মাধ্যমে মরহুমার আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মালিক সমিতির সহ সভাপতি মুজাহিদ হাসান, রাইসুল ইসলাম স্বপন, মোঃ সালাউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ রেজু ইসলাম, সহ কোষাধ্যক্ষ মোঃ জাহিদ, যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, বাপ্পী শিকদার, মাহমুদুল হাসান মাসুম, মান্নান সরকার, ইব্রাহিম খলিল, মীম, কাজল,হারুন, ডাইলপট্টি লোড- আনলোড শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আব্দুর রহমান,শ্রমিকদল নেতা সুফিয়ান, সেলিম প্রমুখ।
মিলাদ মাহফিল ও দোয়া শেষে সবার মাঝে রান্নাকরা খাবার বিতরন করা হয়।