সিরাজগঞ্জের তাড়াশ যুব কর্মসংস্থান ক্লাবের উদ্বোধন ও সাধারণ সভা

দৈনিক তালাশ ডটকমঃসিরাজগঞ্জ -তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে যুব কর্মসংস্থান ক্লাবের উদ্বোধন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট শুক্রবার বিকালে ওই ক্লাবের সভাপতি কেএম নজরুল ইসলামের সভাপতিত্বে এ উদ্বোধন অনষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন্ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদ এর যোগাযোগ বিষয়ক সম্পাদক, রংপুর বিভাগীয় সংগঠনিক টিম ও এমপি মনোনয়ন প্রত্যাশী মোঃ আব্দুল আলীম, উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সানোয়ার হোসেন সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মহসীন আলী। জানা গেছে, যুবকদের কর্মসংস্থানের জন্য, অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে সহায়তা প্রদান,এছাড়াও এছাড়াও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে , অসহায় পরিবারের কন্যা দানের সাহায্যের উদ্দেশ্যে এ ক্লাবের সৃষ্টি করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন যুব কর্মসংস্থান ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *